• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে গুজব সৃষ্টিকারী ও ধর্ষকের বিরুদ্ধে মানববন্ধন

  বেরোবি প্রতিনিধি

২৩ জুলাই ২০১৯, ১৬:৫০
মানববন্ধন
শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন (ছবি : সংগৃহীত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে গুজব সৃষ্টিকারী, ধর্ষক, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এবং আইন নিজের হাতে তুলে না নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, সাধারণ সম্পাদক খায়রুল কবির সুমন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ অন্যান্য শিক্ষক এবং বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা একবিংশ শতাব্দীতে এসেও বিভিন্ন গুজবে কান দিয়ে যাচাই বাছাই না করে নিরপরাধ মানুষকে প্রতিনিয়ত আহত ও নিহত করছি, যা লজ্জাজনক। এ সব গুজব যারা রটাচ্ছে তারা একটি কুচক্রী মহল। তাদের হীন পরিকল্পনা বাস্তবায়নের জন্যই তারা এ কাজ করছে। আমরা মনে করি বর্তমান সময়ে যারা ধর্ষণ কাজে জড়িত তারা ৭১এর আল-বদর, আল-শামস, রাজাকার গোষ্ঠীর বংশধর। আর তারাই এসব অপকর্ম চালাচ্ছে। আমরা যদি প্রত্যেকেই নিজের জায়গা থেকে সচেতন হই, এর প্রতিবাদ করি এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে আইন রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেই তাহলে এ সব ন্যক্কারজনক ঘটনা বন্ধ করা সম্ভব হবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড