• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবে বাকৃবি

  বাকৃবি প্রতিনিধি

২৩ জুলাই ২০১৯, ১৩:২৭
বাকৃবি
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের বেতন বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে বিতরণের সিদ্ধান্ত (ছবি : দৈনিক অধিকার)

বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে বিতরণ করা হবে।

সোমবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় উপাচার্য সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল সংগঠনের নেতাদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন খানকে সভাপতি ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেনকে সদস্য-সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ছবি

সভায় উপস্থিত বাকৃবি উপাচার্য এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনের নেতারা (ছবি : দৈনিক অধিকার)

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদে সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্র বিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রার, ট্রেজারার, প্রোক্টর.সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টাকে সদস্য করা হয়।

কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জামালপুরের ইসলামপুর এবং ময়মনসিংহ সদরের চরাঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এছাড়া কৃষি ব্যবস্থা পুনর্বাসনের লক্ষ্যে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় বিনা মূল্যে উচ্চ ফলনশীল আমন ধানের চারা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড