• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্যাদুর্গতদের জন্য জাককানইবিতে চলচ্চিত্র প্রদর্শনী

  জাককানইবি প্রতিনিধি

২৩ জুলাই ২০১৯, ১২:২২
জাককানইবি
প্রদীপ ঘোষ পরিচালিত পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র-শাটল ট্রেন (ছবি : দৈনিক অধিকার)

বন্যাদুর্গত মানুষদের সাহায্যের জন্য বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সংসদের উদ্যোগে দুই দিনব্যাপী চলচ্চিত্র এবং ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে অর্জিত সকল অর্থ ব্যয় করা হবে বন্যাদুর্গত মানুষদের জন্য।

আগামী ২৪-২৫ জুলাই বিকাল ৩টা ও ৫টায় জাককানইবির কনফারেন্স হলে প্রদর্শিত হবে প্রদীপ ঘোষ পরিচালিত পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র-শাটল ট্রেন এবং ডকুমেন্টারি ম্যাডোনা ৪৩ ও ক্ষতচিহ্ন।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জাককানইবি সংসদের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সৈকত বলেন, উদীচী মূলত গণমানুষের জন্য কাজ করে। তাই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। দেশের উদ্ভুত বর্তমান পরিস্থিতির কারণে তার পুরো অর্থ আমরা বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছে দেব।

টিকেট মূল্য হিসেবে শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড