• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা কলেজে ‘বন্ধুমঞ্চের’ বৃক্ষরোপণ অভিযান

  ডিসি প্রতিনিধি

২৩ জুলাই ২০১৯, ১১:২১
দৈনিক অধিকার
দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ ঢাকা কলেজ শাখার বৃক্ষরোপণ অভিযান (ছবি : দৈনিক অধিকার)

অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এই সবুজ পৃথিবী। এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে মনমোহন বৃক্ষরাজি। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য। তাই তো দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ ঢাকা কলেজ শাখার এবারের আয়োজনটা গতানুগতিক ধারার বাইরে। গতকাল ২২ জুলাই ‘বন্ধুমঞ্চ’ ২০১৯-২০ সেশনের কার্যনর্বাহী কমিটির ১ম প্রস্তুতি ও আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

‘বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান’ এ প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ৯টায় ঢাকা কলেজের প্রশাসনিক ভবনের সামনের বনমল্লিকা মাঠের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বন্ধুমঞ্চের সভাপতি মাহমুদুল হাসান।

ছবি

বৃক্ষরোপণ করছেন বন্ধুমঞ্চের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তামিম (ছবি : দৈনিক অধিকার)

এ সময় বন্ধুমঞ্চের সদস্যদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বর্ণনা এবং বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য বিভিন্ন প্ল্যাকার্ডও বহন করতে দেখা যায়।

ছবি

বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য বিভিন্ন প্ল্যাকার্ড বহন (ছবি : দৈনিক অধিকার)

বৃক্ষরোপণ অভিযানে কয়েক প্রজাতির বনজ এবং ফলজ গাছের চারা রোপণ করা হয়। বন্ধুমঞ্চের এ কর্মসূচি ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।

ছবি

বনমল্লিকা মাঠের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

বৃক্ষরোপণ অভিযানের পূর্ব সচেতনতামূলক পথসভার আয়োজন করা হয়। এতে কলেজের সাধারণ শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে উৎসাহিত করা হয়।

বন্ধুমঞ্চের সভাপতি মাহমুদুল হাসান বলেন, বর্তমান প্রেক্ষাপটে এই বিশ্বায়নের যুগে বেশি করে বৃক্ষ রোপণ করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। কেননা এই পরিবর্তনশীল আবহাওয়ায় গাছ পরিবেশকে রক্ষা করবে, প্রাকৃতিক সৌন্দর্য্য বৃদ্ধি করবে, গাছটি বড় হলে ছায়া দেবে, ফল দেবে এবং বিপদের সময় আর্থিক সহযোগিতাও করবে। তাই সকলে আসুন বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করি।

ছবি

বন্ধুমঞ্চের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তামিম বলেন, একটি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য সে দেশের মোট আয়তনের ২৫ ভাগের মতো বনাঞ্চল থাকা জরুরি। তা না হলে প্রাকৃতিক পরিবেশ ভারসাম্যহীন হতে বাধ্য। সেখানে আমাদের দেশে মাত্র ১২ ভাগের বেশি বনাঞ্চল নেই। তাও আবার দিনে দিনে নির্বিচারে কেটে উজাড় করা হচ্ছে। তাই ইহলৌকিক কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য আমাদের ইসলামের নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ ও তার রক্ষণাবেক্ষণ করতে হবে।

ছবি

বৃক্ষরোপণ অভিযান (ছবি : দৈনিক অধিকার)

এ সময় আরও উপস্থিত ছিলেন- ‘বন্ধুমঞ্চ’ ঢাকা কলেজ শাখার যুগ্মসাংগঠনিক সম্পাদক প্রশান্ত চৌহান, দপ্তর সম্পাদক মো. ওবায়েদুর রহমান, যুগ্মদপ্তর সম্পাদক মো. আসাদুল্লাহ গালিব, ক্রীড়া সম্পাদক মো. বেলাল হোসাইন পাটোয়ারী, অর্থসম্পাদক মো. সাইফুল ইসলাম। সাধারণ সদস্য সাকিব হাসান নাহিদ, নয়ন কুমার দাস, মোহাম্মদ আব্দুল্লাহ, ফুয়াদ বিন ওয়াহাব, বেলাল আহমেদ, রহিমুল্লাহসহ প্রমুখ।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড