• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবি উপাচার্যের প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিদর্শন

  ক্যাম্পাস ডেস্ক

২৩ জুলাই ২০১৯, ০৮:৫৪
বেরোবি
প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিদর্শন (ছবি : সংগৃহীত)

ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিদর্শন করলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

সোমবার (২২ জুলাই) দুপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষক উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় বেরোবি শিক্ষকদের স্বাগত জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়া (অতিরিক্ত সচিব)। তিনি বেরোবি উপাচার্যকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান। বেরোবি উপাচার্য ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক উভয়েই সহযোগিতার আশ্বাস দেন এবং বেরোবি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সুযোগ প্রদানের বিষয়ে সহমত প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ পরিচালক গাজী মো. ওয়ালিউল হক (যুগ্মসচিব), বেরোবির ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, মো. ইউসুফ এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. সারোয়ার আহমাদ উপস্থিত ছিলেন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড