• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাপের ভয়ে বেরোবির অফিস কক্ষে তালা!

  বেরোবি প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, ২০:৪৯
ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অফিস কক্ষে তালা
অফিস কক্ষে ঝুলছে তালা (ছবি : দৈনিক অধিকার)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাপ আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন জায়গায় সাপ ও সাপের খোলস দেখা যাচ্ছে। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অফিস কক্ষসহ আরও একটি রুমে সাপ দেখা যাওয়ায় এবং বড় সাপের ভয়ে অনির্দিষ্টকালের জন্য কক্ষগুলোতে তালা লাগানো হয়েছে। সাপের ভয়ে ক্লাস এবং প্রশাসনিক কাজ করতে ভয় পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

বিভাগটির সেকশন অফিসার রাহিমুল ইসলাম জানান, ‘রমজান ও ঈদের দীর্ঘ ছুটি শেষে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অফিস কক্ষ খোলার পর সাপের খোলস দেখা যায়। এরপর রেজিস্ট্রার দপ্তরে চিঠি দেয়া হয়। গত সপ্তাহে এক শিক্ষক করিডোর থেকে অফিস কক্ষের পাশের রুমে একটি সাপ প্রবেশ করতে দেখলে, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। পরে রুম ও অফিস কক্ষ সার্চ করলে ৬/৭ টি সাপের বাচ্চা পাওয়া যায়। কিন্তু মা সাপটি এখনও পাওয়া যায় নি। এরপর নিরাপত্তার জন্যে দুইটি রুমে অনির্দিষ্টকালের জন্য তালা লাগানো হয়।’

ঐ বিভাগের অনিক হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিভাগের অফিসে প্রায়ই সাপের উপস্থিতির কথা শুনা যায়, সাপের উপদ্রবের কারণে প্রায় সময় আমরা আতঙ্কে থাকি। সাপ আসার কারণ হচ্ছে আমাদের এ বিল্ডিংয়ের আশেপাশের ঝোপঝাড় ও নোংরা পরিবেশ। আমরা চাই অতি দ্রুত ক্যাম্পাসের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করা হোক।’

বিভাগটির সহকারী অধ্যাপক আতাউর রহমান বলেন, ‘বিভাগের অফিসে সাপ দেখা যাওয়ায় তালা লাগানো হয়েছে, আশঙ্কা মুক্ত হলে খোলা হবে।’

বিভাগীয় প্রধান খায়রুল কবির সুমন বলেন, নীচতলার রুম দুইটি পরিত্যক্ত। সাপ দেখা যাওয়ায় তালা লাগানো হয়েছে। আমাদের মূল অ্যাকাডেমিক কার্যক্রম উপর তলায় চলছে। আমরা নিয়মিত ক্লাস-পরীক্ষা নিচ্ছি।

উল্লেখ্য, চলতি বছরের রমজানের আগে ৩ নম্বর এই অ্যাকাডেমিক ভবনের মধ্যেই একটি বিষধর সাপ দেখা গিয়েছিল। পরে সাপুড়ে ডেকে সাপটি ধরা হয়। এরপর ঐ বিল্ডিংয়ের আশেপাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়। এছাড়াও ক্যাম্পাসে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে সাপের খোলস ও উপস্থিতি লক্ষ্য করা গেছে। যার কারণে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড