• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিপক্ষের হামলায় শাবিপ্রবি ছাত্রলীগ কর্মী আহত

  শাবি প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, ২০:২৯
রাকিবুল হাসান
মারধরের শিকার শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রাকিবুল হাসান (ছবি : দৈনিক অধিকার)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রলীগ কর্মীকে মারধর করেছে প্রতিপক্ষের নেতা-কর্মীরা। আহত ছাত্রলীগ কর্মীর নাম রাকিবুল হাসান মিলন। সে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

সোমবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাসের অর্জুন তলায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তার কয়েকজন বন্ধু তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

আহত মিলনের দাবি, ‘আমার ওপর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের কয়েকজন অনুসারীরা এ হামলা চালিয়েছেন। এ সময় তারা আমাকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে।’

মিলন আরও জানান, ‘আমি ক্লাস থেকে বের হয়ে অর্জুন তলার দিকে যখন আসি তখন ইমরান খানের অনুসারী সাদ্দাম হোসেন লিখন, রোহিতুজ্জামান নাজমুল, মনোয়ার হোসেন, সাজ্জাদ, মাসুদ, মুন, তন্ময়, অমিতসহ কয়েকজন জুনিয়র কর্মী যৌথভাবে আমার ওপর আকস্মিক হামলা চালায়।'

প্রসঙ্গত, রাকিবুল হাসান মিলন বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আবু সাঈদ আকন্দের অনুসারী।

এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগে পদ পাওয়ার পর ক্যাম্পাসে নিজের অবস্থান তৈরি করতে আবু সাঈদের গ্রুপ তৎপর হয়ে উঠলে ছাত্রলীগের অন্যান্য গ্রুপগুলোর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের সাবেক জাকির-সোহাগ কমিটি তাকে আজীবন বহিষ্কার করলে ক্যাম্পাস থেকে বিতাড়িত হন তিনি। এখন আবার সাঈদের গ্রুপ ক্যাম্পাসে ফিরতে চাচ্ছে।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি আমরা দেখছি।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ বলেন, ‘আমি মারধরের ঘটনাটি অবগত হয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি আমরা দেখছি।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড