• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাত কলেজের অধিভুক্তি বাতিলে ডাকসুর সমর্থন

  ঢাবি প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, ১৭:০৮
ডাকসু
ডাকসু ভবন (ছবি : দৈনিক অধিকার)

রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের সমর্থন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সোমবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সমর্থন জ্ঞাপন করে নেতারা। এতে স্বাক্ষর করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর এবং জিএস গোলাম রাব্বানী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার রয়েছে। প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশে না থাকায় কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তারা দেশে ফিরে আসলেই ফলপ্রসূ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগ পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানায় নেতারা।

ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো নৈতিক এবং যৌক্তিক দাবির সঙ্গে আছি, উদ্ভুত সমস্যার সমাধানে আমরা বদ্ধপরিকর।

ছবি

সংবাদ বিজ্ঞপ্তি (ছবি : সংগৃহীত)

ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি রয়েছে তা আদায়ে যা যা করণীয় ডাকসু তা করবে বলে এক সভায় সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, গেল বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া আন্দোলনের অংশ হিসেবে তারা গতকাল থেকে ক্যাম্পাসের মূল ভবনগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড