• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ ঢাকা কলেজ শাখার প্রস্তুতি ও আলোচনা সভা

  ডিসি প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, ১৫:৪৮
ঢাকা কলেজ
‘বন্ধুমঞ্চ’ ঢাকা কলেজ শাখার প্রস্তুতি ও আলোচনা সভা (ছবি : দৈনিক অধিকার)

দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ ঢাকা কলেজ শাখার প্রথম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুলাই) বেলা ১১টায় কলেজের বনমল্লিকা মাঠে (টেনিস গ্রাউন্ডে) এ প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বন্ধুমঞ্চের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তামিম, যুগ্মসাংগঠনিক সম্পাদক প্রশান্ত চৌহান, দপ্তর সম্পাদক মো. ওবায়েদুর রহমান, যুগ্মদপ্তর সম্পাদক মো. আসাদুল্লাহ গালিব, ক্রীড়া সম্পাদক মো. বেলাল হোসাইন পাটোয়ারী, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম।

ছবি

কলেজের বনমল্লিকা মাঠে বন্ধুমঞ্চের প্রস্তুতি ও আলোচনা সভা (ছবি : দৈনিক অধিকার)

এছাড়াও ‘বন্ধুমঞ্চ’ ঢাকা কলেজ শাখার সদস্য সাকিব হাসান নাহিদ, নয়ন কুমার দাস, মোহাম্মদ আব্দুল্লাহ, ফুয়াদ বিন ওয়াহাব, বেলাল আহমেদসহ নতুন সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় বন্ধুমঞ্চের সার্বিক কার্যক্রম এবং বাৎসরিক কর্যক্রমের পরিকল্পনা প্রণয়ন করা হয়।

এ বিষয়ে বন্ধুমঞ্চ ঢাকা কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমরা বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে বন্ধুমঞ্চে যোগ দিয়েছি। আমরা প্রতিমাসে কমপক্ষে দুইটি করে সামাজিক উন্নয়নমূলক কাজ করব। আমরা ক্ষুধা, দারিদ্র এবং নিরক্ষর মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা শুধু আমাদের ক্যাম্পাসেই নয় বরং আশেপাশের পথশিশুদের নিয়েও কাজ করব।

ছবি

আলোচনা সভায় উপস্থিত বন্ধুমঞ্চের সদস্যরা (ছবি : দৈনিক অধিকার)

তিনি আরও বলেন, এই মাসে আমরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ করার মাধ্যমে আমাদের কাজ শুরু করতে চাই। এতে বন্ধুমঞ্চের উপস্থিত সবাই একমত পোষণ করেন।

উল্লেখ্য, চলতি মাসের ৯ জুলাই ২০১৯ তারিখে দৈনিক অধিকারের সম্পাদক মো. তাজবীর হোসাইন সজীব ‘বন্ধুমঞ্চ’ ঢাকা কলেজ শাখার এক বছর মেয়াদি এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে ঢাকা কলেজের স্নাতকোত্তর পর্যায়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসানকে সভাপতি এবং দৈনিক অধিকারের ঢাকা কলেজ প্রতিনিধি প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান তামিমকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড