• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাবিপ্রবির গবেষণা খামার থেকে ময়ূরের বাচ্চা চুরি

  হাবিপ্রবি প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, ১৩:৫০
হাবিপ্রবি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গবেষণা খামার থেকে ময়ূরের চারটি বাচ্চা চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২১ জুলাই) দিবাগত রাতে ময়ূরের দেড় মাস বয়সের এই বাচ্চগুলো চুরি হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল গাফফার মিয়া জানিয়েছেন, রবিবার দিবাগত রাতে ময়ূরের ১ মাস ১৮ দিন বয়সের ৪টি বাচ্চ চুরি হয়। রাতের আধারে খামারের তালা ভেঙে কে বা কারা অ্যাডভান্সড অ্যানিমেল রিসার্চ ফার্ম থেকে বাচ্চাগুলো চুরি করে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে বলে জানান এই শিক্ষক। তিনি বলেন, গবেষণা খামারে একজন নিরাপত্তারক্ষী থাকলে চুরি রোধ করা সম্ভব হতো।

খামার সূত্রে জানা গেছে, এর আগে একই খামার থেকে গলাছিলা মুরগী চুরি হয়েছিল।

প্রসঙ্গত, এর আগে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের গবেষাণাগার থেকে কম্পিউটারের যন্ত্রাংশ, আবাসিক হল থেকে মোটর সাইকেল, পাম্প, মোবাইল ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড