• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিকদের হত্যা হুমকির নিন্দা জানালো রাবিসাস

  রাবি প্রতিনিধি

২১ জুলাই ২০১৯, ১৯:১২
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ছবি : সম্পাদিত)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিকদের গুলি করে হত্যা করার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।

রবিবার (২১ জুলাই) দুপুরে রাবিসাসের সভাপতি সুজন আলী এবং সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সাইফ স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন রাবিসাসের প্রচার সম্পাদক নুরুজ্জামান খান।

বিবৃতিতে রাবিসাসের নেতারা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করায় কুবি সাংবাদিকদের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা গুলি করে হত্যার যে হুমকি দিয়েছে তাতে রাবিসাস অত্যন্ত উদ্বিগ্ন। এ ধরনের ঘটনা দেশে নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করবে। পাশাপাশি এটি সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি। সেজন্য হুমকিদাতা ছাত্রলীগ নেতাদের কঠোর শাস্তি কামনা করি এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।’

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উদ্দেশ্য করে শাখা ছাত্রলীগ নেতা শোয়েব হাসান হিমেল ও রাইহান ওরফে জিসান অকথ্য ভাষায় গালাগাল করেন এবং সাংবাদিকদের যেখানে পাবে সেখানেই গুলি করে মারবে বলে হুমকি দেয়।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড