• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবির নবনিযুক্ত কর্মচারীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  বেরোবি প্রতিনিধি

১৮ জুলাই ২০১৯, ২০:৩৮
বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স
বেরোবির নবনিযুক্ত কর্মচারীদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন (ছবি : সংগৃহীত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর প্রথম ব্যাচের নবনিযুক্ত কর্মচারীদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সংগঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে বেরোবির ঢাকাস্থ লিঁয়াজো অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেরোবি উপাচার্য অধ্যাপক ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আবুল কাশেম মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার বলেন, ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কর্মচারীদের জন্য চালু হতে যাওয়া এটা প্রথম ট্রেনিং যা বেরোবি চালু করেছে। এর মাধ্যমে নিজেদের দায়িত্ব গ্রহণ ক্ষমতা বাড়বে এবং অধিকতর যোগ্য হতে সাহায্য করবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত স্টোর কিপার, সাতজন ড্রাইভার, ও সাতজন হেলপার উপস্থিত ছিলেন।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড