• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রংপুর মেডিকেল কলেজ

ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেলের ভয়াবহ অবস্থা

  ক্যাম্পাস ডেস্ক

১৭ জুলাই ২০১৯, ১৭:৩০
শহীদ ডা. মিলন হোস্টেল
শহীদ ডা. মিলন হোস্টেল (ছবি : দৈনিক অধিকার)

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) শহীদ ডা. মিলন হোস্টেলে (ইন্টার্ন ডাক্তার হল) বহুদিন যাবত ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

চার তলা এই বিল্ডিংয়ের নিচতলার পুরোটা জুড়ে বহিরাগত লোকাল মাস্তান ও নেশাখোরদের আড্ডা। তিন তলায় প্রতিদিন মাদকের আসর বসে। রাতে নেশাগ্রস্ত অবস্থায় ইন্টার্ন ডাক্তারদের রুমে লোকাল মাস্তানরা মাঝে মধ্যেই হামলা চালায়। ছিনতাইয়ের ঘটনা নিত্যদিনের রুটিন ওয়ার্ক!

কয়েকদিন আগে দিনের আলোয় একজন ইন্টার্ন ডাক্তারের রুম পুরো লুট হয়ে যায়। এছাড়াও জিম্মি করে টাকা আদায়ের ঘটনাও ঘটেছে। গত রাতে যা ঘটেছে তা আরও লোমহর্ষক। রাত দশটার দিকে একদল বহিরাগত হলে ঢুকে পড়ে। রাত আড়াইটার দিকে তিন তলার একটা রুমে মারামারির শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরেই তিন তলার সেই রুমের জানালা দিয়ে দুইজন লোককে নিচে ফেলে দেওয়া হয়। মারাত্মক আহত অবস্থায় ভবনের পিছনে জঙ্গলে দুইজন মানুষের চিৎকার শোনা যায়।

হলের পাশে প্রাচীর নির্মাণ (ছবি : দৈনিক অধিকার)

এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, ‘আজ বহিরাগত লোকজন নিজেরা মারামারি করে মরছে। একই ভবনে থেকে কাল আমরা আক্রান্ত হবো না এর গ্যারান্টি কে দেবে? হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা বহুবার জানিয়েছি। কিন্তু কার্যকরী কোন পদক্ষেপ নেয়া হয়নি।’

তাছাড়া খোজ নিয়ে আরও জানা যায়, ইন্টার্ন চিকিৎসকদের ডা. মিলন হোস্টেলে ডাইনিং, ক্যান্টিন, পরিচ্ছন্নতা কর্মী, আসবাবসহ অনেক প্রয়োজনীয় জিনিসই নেই। এখানে বসবাসরত ডাক্তাররা সবাই নিরাপত্তাহীনতায় ভোগেন।

উল্লেখ্য, বর্তমানে হোস্টেলটির চারদিকে ইটের প্রাচীর দেওয়া হচ্ছে।

ওডি/এসএসকে/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড