• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা কলেজে পাসের হার ৯৯ দশমিক ৫৩; বেড়েছে জিপিএ-৫

  ডিসি প্রতিনিধি

১৭ জুলাই ২০১৯, ১৪:৫২
এইচএসসি
ঢাকা কলেজ (ছবি : সংগৃহীত)

দেশের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৯৯ দশমিক ৫৩ শতাংশ। গেল বছর এ হার ছিল ৯৭ দশমিক ৬২ শতাংশ।

প্রতিষ্ঠানটিতে মোট ১ হাজার ২৮২ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৭৬ জন। জিপিএ-ফাইভ পেয়েছে ৬৯১ জন, যা গেল বছরের তুলনায় বেড়েছে।

এবার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-ফাইভ পেয়েছে ৬৩৮ জন শিক্ষার্থী। এ বিভাগে মোট ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯১৫ জন। অর্থাৎ পাসের হার শতভাগ।

মানবিক বিভাগ থেকে জিপিএ-ফাইভ পেয়েছে ১৯ জন। মোট ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে একজন। এখানে পাসের হার ৯৯ দশমিক ৫ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-ফাইভ পেয়েছে ৩৪ জন। মোট ১৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে পাঁচ জন। এ বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৭৫ শতাংশ।

এ ফলে সন্তুষ্ট নয় কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক শামিম আরা বেগম। তিনি দৈনিক অধিকারকে বলেন, আমরা এ ফলের চেয়ে আরেকটু ভালো আশা করেছিলাম। আশা করি ভবিষ্যতে আরও ভালো ফল করবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড