• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদের বৃক্ষরোপণ

  বেরোবি প্রতিনিধি

১৬ জুলাই ২০১৯, ২২:২১
বৃক্ষরোপণ
বঙ্গবন্ধু ছাত্র পরিষদের বৃক্ষরোপণ (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার পক্ষ থেকে বেরোবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তার এলাহী হলের সামনে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ করা হয়।

বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক সাদেকের উদ্যোগে এবং পরিষদের সদস্যদের সহযোগিতায় বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন- সহসভাপতি শফিক ও নাজমুল, প্রচার সম্পাদক রাকিব, সাংগঠনিক সম্পাদক মিন্টু ও হিমেল, অর্থ বিষয়ক সম্পাদক জিতু, বন ও পরিবেশ সম্পাদক রুপম প্রমুখ।

এ বিষয়ে কবির হোসেন বলেন, ‘দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, “গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষায় এবং শিক্ষার্থীদের সুবিধার্থে এই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। ভবিষ্যতে আমরা ক্যাম্পাসে আরও গাছ লাগাব।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড