• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে সিএসই ডে-২০১৯-এর পুরস্কার বিতরণী

  মো. আসিফ হোসেন

১৩ জুলাই ২০১৯, ১৮:২৯
পুরস্কার বিতরণ
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

রাজধানীর অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে সিএসই ডে-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) পান্থপথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান বুলবুল আহামেদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল আমিন মোল্লা, সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক ড. এম এ মাবুদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম নূরুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল বাশার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে গবেষণা। তাই বেশি বেশি গবেষণা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজকের এই অনুষ্ঠানের মতো ঘন ঘন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করতে হবে। তাহলে তোমাদের সঙ্গে আমার বেশি বেশি দেখা হবে। আর এ ধরনের প্রতিযোগিতা আরও বেশি করে আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাকে এ ব্যাপারে জানাতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল আমিন মোল্লা বলেন, ‘সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাজের সকল শ্রেণির মানুষের জন্য শিক্ষার দ্বার উন্মোচন করতে চায়। আর এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। ধনী, গরীব, উচ্চবিত্ত-নিন্মবিত্ত সকল শ্রেণির মানুষই শিক্ষার সুযোগ পাবে এটাই আমাদের স্বপ্ন।’

তিনি বলেন , ‘যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনায় যাই তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে শিক্ষার্থীদের টিউশন ফি কম। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য ফ্রি পরিবহণ ব্যবস্থার সুযোগ করে দিয়েছে। এদিক থেকে শিক্ষার্থীদের একইসঙ্গে পরিবহন খরচ ও হোস্টেল খরচ বেঁচে যাচ্ছে। তারা বাড়ি থেকে এসেই পড়তে পারছে।’

অধ্যাপক মো. আল আমিন মোল্লা বলেন, ‘ক্লাস রুমে তোমাদের পাঠ্যপুস্তক থেকে পড়ানো হয়। যার জ্ঞান সীমিত। এর পাশাপাশি আমাদের ওয়ার্কশপ, সেমিনার, প্রতিযোগিতার আয়োজন আরও বেশি বেশি করতে হবে। এতে করে তোমাদের জ্ঞানের পরিধি বাড়বে।’

বক্তব্য প্রদান শেষে সিএসই ডে-২০১৯ এর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতার মধ্যে ছিলো- আইসিটি অলিম্পিয়াড ও প্রোগ্রামিং কন্টেস্ট। আইসিটি অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করে মো. মেহেদী হাসান, দ্বিতীয় স্থান অধিকার করে সাইদুর রহমান এবং তৃতীয় স্থান অধিকার করে মো. সাদমান সাকিব।

প্রোগ্রামিং কন্টেস্টে ৩টি দলের মধ্যে চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- মো. অরণ্যক মনন, মো. সাদমান সাকিব এবং তাহমিদ আহমেদ। কন্টেস্টে দ্বিতীয় স্থান অর্জনকারী দলের সদস্যরা হলেন- মো. মেহেদী হাসান, মোসাম্মৎ নুসরাত জাহান এবং রিদ্ধিমান বিশ্বাস। তৃতীয় স্থান অর্জনকারী দলের সদস্যরা হলেন- মো. মাজহারুল হক ইমন, মো. রাহাত এবং সাগর হোসেন।

সমাপনী বক্তব্যে সিএসই বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক বুলবুল আহামেদ বলেন, ‘বাংলাদেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ৩ হাজার ইঞ্জিনিয়ার পাস করে বের হয়। শেষ পর্যন্ত ১ হাজারের মত টিকে থাকে। যারা ইঞ্জিনিয়ারিংয়ের চাকরিতে থাকে তারাও শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না।’

তিনি আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে ৫০ হাজার প্রোগ্রামারের প্রয়োজন হয়। সেখানে আমাদের দেশে মাত্র ৩ হাজার পাস করছে এবং সর্বসাকুল্যে ১ হাজার টিকে থাকে। আমাদের সেই চর্চায় বিশ্বাস করলে হবে না। আমাদের টিকে থাকতে হবে। আর টিকে থাকতে হলে বেশি বেশি প্রোগ্রামিং চর্চা করতে হবে। আর এ ধরণের প্রতিযোগিতার মাধ্যমেই তা সম্ভব।’

অনুষ্ঠান শেষে অতিথি ও বিজয়ী শিক্ষার্থীরা ফটো সেশনে অংশগ্রহণ করেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড