• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিতুমীর কলেজে ‘বাঁধনের’ ফ্রি ব্লাড গ্রুপিং

  জিটিসি প্রতিনিধি

১৩ জুলাই ২০১৯, ১৮:১৭
উদ্বোধন
তিতুমীর কলেজে বাঁধনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে (জিটিসি) ঐতিহ্যবাহী সংগঠন বাঁধনের উদ্যোগে ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন শুরু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ৯টায় কাম্পাসের শহীদ বরকত মিলনায়তনে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের মেয়াদকাল ধরা হয়েছে ১৩ এবং ১৪ জুলাই। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এর কার্যক্রম চলবে।

ক্যাম্পেইনের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ আবেদা সুলতানা ও বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুন নাহার।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান নূর, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল ও বাঁধন তিতুমীর কলেজ শাখার সদস্যবৃন্দ।

এ সময় বাঁধনের রক্তযোদ্ধা আমির হামজা দৈনিক অধিকারকে জানান, ‘আমরা কলেজে দুই দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং শুরু করেছি। এর পাশাপাশি কোনো শিক্ষার্থী আমাদের সংগঠনে সক্রিয় সদস্য হিসেবে কাজ করতে চাইলে সদস্য ফরম পূরণ করে সদস্য হতে পারবে।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড