• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ববিতে বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপন

  ববি প্রতিনিধি

১১ জুলাই ২০১৯, ১৬:১৮
ববি
‘বাংলাদেশ মার্কেটিং ডে-২০১৯’ উদযাপন (ছবি : সংগৃহীত)

‘কনজ্যুমার ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘বাংলাদেশ মার্কেটিং ডে-২০১৯’ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে শিক্ষার্থীরা বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দর‌্যালি বের করে। এ সময় তারা দিবসটিকে সামনে রেখে নানা স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি মার্কেটিং বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে উদযাপন করা হয়।

র‌্যালি শেষে শিক্ষার্থীরা কেক কেটে দিবসটি উদযাপন করে। এ সময় মার্কেটিং বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইমরান হোসাইন বলেন, এ দিবসটির মাধ্যমে সারাদেশে ভোক্তা সচেতনতা যেমন বৃদ্ধি পাবে তেমনি করে মার্কেটিয়ানরা আরও ভালো সেবা দিতে তৎপর হবে।

তিনি আরও বলেন, বর্তমানে মার্কেটিং একটি যুগোপযোগী বিষয় এবং সময়ের সঙ্গে সঙ্গে এর চাহিদা বাড়ছে। তবে এ বিষয়ে আরও বেশি দক্ষতা অর্জনে দরকার দেশের অভ্যন্তরে উচ্চতর গবেষণা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড