• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে বৃষ্টিতে ভিজে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

  বেরোবি প্রতিনিধি

১১ জুলাই ২০১৯, ১৫:৪৩
বেরোবি
বৃষ্টিতে ভিজে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

‘তোমার মেয়ে আমার মেয়ে, তোমার বোন আমার বোন, নিরাপদ থাকুক আজীবন’ এই স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ব্যানারে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি কাওসার হাবিব অভির সভাপতিত্বে বাবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি দেবাশীষ সরকার, সাধারণ সম্পাদক আশিক উর রহমান বাঁধন, যুগ্মসাধারণ সম্পাদক সোহেল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শুভ হক।

এছাড়া আরও বক্তব্য রাখেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমন সরকার, মুন্না খান, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিয়া ফাল্গুনী, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মিম, আবু রায়হান ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বাপ্পী প্রমুখ।

ছবি

মানববন্ধন কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

মানববন্ধনে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আশিক উর রহমান বাঁধন বলেন, প্রতিদিনই পত্রপত্রিকায় কোনো না কোনোভাবে মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে এমন খবর পাওয়া যায়। এমনকি বাবাও তার মেয়েকে ধর্ষণের মতো ঘৃণ্যতম কাজ করছে। তাই আমাদের দাবি ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং এটি যেন দ্রুত সম্পন্ন করা হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেয়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড