• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ বুয়েট শাখার সভাপতি আহসান, সম্পাদক সামিউল

  ক্যাম্পাস ডেস্ক

০৯ জুলাই ২০১৯, ২২:০২
বন্ধুমঞ্চ বুয়েট শাখা
বুয়েট শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সম্পাদিত)

দৈনিক অধিকারের ‘বন্ধুমঞ্চ’ গঠনের ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। দৈনিক অধিকারের বুয়েট প্রতিনিধি যন্ত্রকৌশল বিভাগের আহসান হাবীবকে সভাপতি ও একই বিভাগের এস কে সামিউল বাসিরকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (৭ জুলাই) দৈনিক অধিকারের সম্পাদক মো. তাজবীর হোসাইন সজীব এক বছর মেয়াদী এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি ইমতিয়াজ বুলবুল (যন্ত্রকৌশল, ১৭ ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিব হাসান (যন্ত্রকৌশল, ১৭ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক ইনতেসারুল ইসলাম নাওয়াল (যন্ত্রকৌশল, ১৭ ব্যাচ) সাংগঠনিক সম্পাদক তৌসিফ সাদমান নাবিল (যন্ত্রকৌশল, ১৭ ব্যাচ)। প্রচার সম্পাদক আশরাফুল হক রবিন (যন্ত্রকৌশল, ১৭ ব্যাচ), সহপ্রচার সম্পাদক আনফালুর রহমান অয়ন (যন্ত্রকৌশল, ১৭ ব্যাচ), দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ (যন্ত্রকৌশল, ১৭ ব্যাচ), সহদপ্তর সম্পাদক মেহেদী হাসান সোহান (পুরকৌশল, ১৮ ব্যাচ), স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খন্দকার খায়রুজ্জামান সুপ্ত (তড়িৎ ও তড়িৎকৌশল বিদ্যা, ১৭ ব্যাচ), সহস্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম (যন্ত্রকৌশল, ১৮ ব্যাচ), সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফায়েজ-উস-শোয়াইব (যন্ত্রকৌশল, ১৭ ব্যাচ), সহসাংস্কৃতিক সম্পাদক মো. সামিন আশিক আজিজ (যন্ত্রকৌশল, ১৭ ব্যাচ), সাহিত্য সম্পাদক মো. সাদমান হোসেন রাভিন (যন্ত্রকৌশল, ১৭ ব্যাচ), সহসাহিত্য সম্পাদক খালেদ মাহমুদ (তড়িৎ ও তড়িৎকৌশল বিদ্যা, ব্যাচ ১৭), ক্রীড়া সম্পাদক মো. এহতেশামুল হক সাকিব (যন্ত্রকৌশল, ১৭ ব্যাচ), সহক্রীড়া সম্পাদক মো. রাশেদ মিয়া (যন্ত্রকৌশল, ১৭ ব্যাচ)।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন- তাহসিনুল ইসলাম রৌদ্র (যন্ত্রকৌশল, ১৭ ব্যাচ) এবং আল বারাক হোসেন (পুরকৌশল, ১৮ ব্যাচ)। কমিটির উপদেষ্টা হিসেবে আছেন সঞ্জীব হাবীব দীপ্ত, (সভাপতি, গ্রেটার রংপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বুয়েট)

নতুন কমিটি নিয়ে সভাপতি আহসান জানান, ‘দৈনিক অধিকারের বুয়েট বন্ধুমঞ্চ কমিটি শিক্ষার্থীদের বিভিন্ন সমাজসেবামূলক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টির পাশাপাশি বন্ধুমঞ্চ গঠনের অন্যান্য উদ্দেশ্যকে সফল করতে অনেকটা ভূমিকা রাখবে।’

সাধারণ সম্পাদক সামিউল জানান, ‘বন্ধুমঞ্চের মাধ্যমে আমরা আমাদের মনের ছোট ছোট ভালো কাজের ইচ্ছাগুলোকে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করার দিকে এগিয়ে যেতে পারবো। আমি বিশ্বাস করি অধিকারের বন্ধুমঞ্চ গঠনের সুফল একদিন ছড়িয়ে যাবে সারা দেশসহ দেশের বাইরে। আর এজন্যে আমাদের কমিটি নিজের সর্বোচ্চ চেষ্টা করবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড