• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বাকৃবি হবে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস’

  বাকৃবি প্রতিনিধি

০৮ জুলাই ২০১৯, ২১:১৫
বাকৃবি
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা (ছবি : দৈনিক অধিকার)

ক্যাম্পাসকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য যা যা করা প্রয়োজন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। তিনি বলেন, ‘বাকৃবি হবে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস।’

সোমবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, শিক্ষার্থীদের বিভিন্ন দাবিসহ ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরা হয়। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত নিরসনে পদক্ষেপ গ্রহণের আশ্বাস জানান।

উপাচার্য বলেন, ‘পুরো বিশ্ববিদ্যালয়কে আলোকিত করা হবে যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়। ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সকল কার্যক্রম অনলাইনে করা হবে। মানসম্মত গ্র্যাজুয়েট তৈরি করতে আপডেট কারিকুলাম তৈরি, ক্রেডিট কমানো সহ সেমিস্টার শেষে অবকাশ যাপন ও কাউন্সিলের ব্যবস্থা করা হবে। হলে থাকা খাওয়ার সমস্যাও সমাধান করা হবে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।সভা শেষে নব নিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক সমিতির সদস্যরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড