• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাসপাতালের বেডেই পরীক্ষা দিল সাজ্জাদ

  বাকৃবি প্রতিনিধি

০৮ জুলাই ২০১৯, ২০:৪৬
শিক্ষার্থী সাজ্জাদ
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী সাজ্জাদ (ছবি : দৈনিক অধিকার)

হাসপাতালের বেডে শুয়েই সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আহত ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ প্রান্ত।

সোমবার (৮ জুলাই) সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় পরীক্ষকের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. চয়ন গোস্বামী।

তিনি বলেন, ‘সাজ্জাদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা নেয়ার ব্যবস্থা করে। পরীক্ষার সময় হাসপাতালের কক্ষে আমি ও সাজ্জাদ ব্যতীত আর কেউ উপস্থিত ছিলনা। হাসপাতালেই তার বাকি পরীক্ষাগুলো নেয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ প্রান্ত সাইকেলে করে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় বেপরোয়া বহিরাগতদের মোটরসাইকেলের ধাক্কার প্রান্তের ডানপায়ের হাঁটুর উপরের হাড় ভেঙ্গে যায় ও বাম হাতের হাড়ে ফাটল ধরে। পরে গুরুতর আহত প্রান্তকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড