• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ পাবিপ্রবি শাখার সভাপতি নাজমুল, সম্পাদক অপূর্ব

  পাবিপ্রবি প্রতিনিধি

০৮ জুলাই ২০১৯, ১৬:১৫
বন্ধুমঞ্চ কমিটি
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সংগৃহীত)

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ এর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক অধিকারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম আবির কে সভাপতি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসেন অপূর্বকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (৭ জুলাই) দৈনিক অধিকারের সম্পাদক মো. তাজবীর হোসাইন সজীব এক বছর মেয়াদি এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি সাজিদুর রহমান সিয়াম (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ৭ম ব্যাচ); যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান আল হোসেন শুভ্র (পুর কৌশল বিভাগ ৮ম ব্যাচ); সাংগঠনিক সম্পাদক তাইনুর রাহমান (ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ৮ম ব্যাচ); সহসাংগঠনিক সম্পাদক সজল আহমেদ (অর্থনীতি বিভাগ ৯ম ব্যাচ); অর্থ সম্পাদক মো. রাশেদুল ইসলাম (অর্থনীতি বিভাগ ১০ম ব্যাচ); দপ্তর সম্পাদক মো. সাফিউল মুজনবীন (পুরকৌশল বিভাগ ১০ম ব্যাচ); সাহিত্য সম্পাদক মির্জা গোলাম ফাত্তাহ (অর্থনীতি বিভাগ ১০ম ব্যাচ); প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেন দিহান (ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ১০ ব্যাচ) ক্রীড়া সম্পাদক মো. শফিউল্লাহ (উৎস) (অর্থনীতি বিভাগ ১০ম ব্যাচ); সাংস্কৃতিক সম্পাদক পার্থ সাহা (ভূগোল ও পরিবেশ বিভাগ ১০ম ব্যাচ); নারী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান তুলি (ইংরেজি বিভাগ ৯ম ব্যাচ)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- তৌহিদুল ইসলাম বিপুল (ফার্মেসি বিভাগ ৭ম ব্যাচ); ইসরাত জাহান শায়লা (পরিসংখ্যান বিভাগ ৮ম ব্যাচ); শরিফুল ইসলাম স্মরণ (পরিসংখ্যান বিভাগ ৮ম ব্যাচ); মো. মোফাদ্দিস হোসেন পিয়াল (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ৯ম ব্যাচ); কাশফিয়া কান্তুম রাকা (লোকপ্রশাসন বিভাগ ১১ম ব্যাচ)।

নতুন কমিটি নিয়ে সভাপতি নাজমুল ইসলাম আবির জানান, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও দৈনিক অধিকারের বন্ধুমঞ্চ গঠন করা হয়েছে, এটা শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা উন্নয়ন সহ নানা সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজে সম্পৃক্ত করার সুযোগ পাবে।’

সাধারণ সম্পাদক অপূর্ব জানান, ‘বন্ধুমঞ্চ একটি নতুন প্ল্যাটফর্ম, তাই আমরা নতুন উদ্যমেই কাজ করতে চাই । আমি বিশ্বাস করি, সংগঠনটি সামাজিক উন্নয়ন সহ নিজেদের দক্ষতা উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

উল্লেখ্য, অধিকার মিডিয়া লিমিটেডের ‘দৈনিক অধিকার (Odhikar.news)’ পত্রিকার ভাতৃপ্রতীম সংগঠন হলো বন্ধুমঞ্চ। প্রাথমিক পর্যায়ে এটি দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও আত্মকল্যাণমূলক, দক্ষতা উন্নয়ন কাজে অংশীদার করার প্লাটফর্ম তৈরি করে দিয়েছে। ধীরে ধীরে সমগ্র দেশের এর কার্যক্রম বিস্তৃত করা হবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড