• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

যৌন হয়রানির অভিযোগে

হাবিপ্রবির ১ শিক্ষক সাময়িক বহিষ্কার

  হাবিপ্রবি প্রতিনিধি

০৭ জুলাই ২০১৯, ১২:১৬
হাবিপ্রবি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

যৌন হয়রানির অভিযোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঐ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রমজান আলী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রমজান আলীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর যৌন নির্যাতনের লিখিত অভিযোগ করেন একই বিভাগের এক ছাত্রী। পরবর্তীতে তার স্ত্রী আরও একটি অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায় এবং শিক্ষক রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. ফজলুল হক বলেন, ‘আদালতে একটি মামলা চলমান আছে বলে তার বিষয়ে বিশ্ববিদ্যালয় আর কোনো অতিরিক্ত শাস্তির ব্যবস্থা করেনি। তবে তার পূর্বের শাস্তি অব্যাহত আছে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড