• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাতার নিচে ক্লাস করছে তিতুমীরের শিক্ষার্থীরা

  মামুন সোহাগ, জিটিসি প্রতিনিধি

০২ জুলাই ২০১৯, ১৪:২২
তিতুমীর
ছাতার নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

তখন সকাল সোয়া নয়টা বাজে। বাইরে ঝুম বৃষ্টি। ভেতরেও বৃষ্টি তবে ঝিরিঝিরি। তিনতলা বিল্ডিংয়ে অবস্থান করেও শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে বৃষ্টিতে ভিজে কিংবা এক ছাতার নিচে তিন মাথা গুঁজে। বলছিলাম রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজের কথা। বর্তমানে কলেজটিতে আটান্ন হাজার শিক্ষার্থীর প্রত্যহ পদচারণে মুখরিত হয় কলেজ ক্যাম্পাস। প্রতিষ্ঠানটিতে নানান সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও রয়েছে প্রকটভাবে ক্লাসরুম সংকট।

মঙ্গলবার (২ জুলাই) কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় (রুম নং ১৩১৫) ক্লাস করার সময় ছাদের ফাটল থেকে পানি পড়ে ক্লাসরুমের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়। যাদের কাছে ছাতা ছিল তারা আশেপাশের দুই তিনজন বন্ধু মিলে এক ছাতার নিচে মাথা গুঁজে কোনোরকমে ক্লাস করেছেন। এর বাইরে অনেকেই ভিজেছে বৃষ্টিতে।

ছবি

বিজ্ঞান ভবনের তৃতীয় তলার ১৩১৫ নং ক্লাসরুম (ছবি : দৈনিক অধিকার)

নাইম হোসেন নামে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী জানান, আমাদের ক্লাসটিতে অনেক দিন ধরেই ফাটল ছিল। আজকে সকালে বৃষ্টি হওয়াতে ফাটল বেয়ে বৃষ্টি পানির পড়েছে। ক্লাস করতে বড্ড অসুবিধা হয়েছে।

এছাড়াও আরাফাত হোসেন নামে গণিত বিভাগের এক শিক্ষার্থী বলেন, ক্লাস শুরুর আগেই বেশ সকালে ক্লাসে এসেছি। তখন বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তবে ক্লাসে প্রবেশ করতেই দেখি প্রবল বৃষ্টি, ছাদের ফাটল গড়িয়ে পড়ছে পানি। পরে বিষয়টি ম্যামদের কাছে জানালে অতিদ্রুত সমাধান করবেন বলে আশ্বাস দেন। পানি পড়ছিল এবং বারান্দা ঝুঁকিপূর্ণ এটা ভেবেই শেষ ক্লাস না নিয়ে ছুটি দিয়েছে। স্যার-ম্যামরা আমাদেরকে বারান্দায় যেতে নিষেধ করছে কারণ ছাদ ভেঙে পরার সম্ভাবনা আছে তাই।

ছবি

ছাদের ফাটল গড়িয়ে পানি পড়ছে (ছবি : দৈনিক অধিকার)

এ ব্যাপারে গণিত বিভাগের শিক্ষকদের মধ্যে একজন জানান, যখন ভবন নির্মাণ করা হয়েছিল তখন হয়তো নিম্নমানের মেটাল ব্যবহার করা হয়েছিল। এখন এই অবস্থায় শিক্ষার্থীদের পড়াতে একটু অসুবিধা হয়েছে। তবে আমরা ইঞ্জিনিয়ার এনেছি তারা এটাকে মেরামত করার যোগ্য বলেছে। আমরা এটাকে মেরামত করার ব্যবস্থা নিচ্ছি। যদি শিক্ষার্থীদের ক্লাস করতে অসুবিধা হয় তবে আমরা আপাতত নতুন ভবনে তাদের ক্লাস নেব।

উল্লেখ্য, রাজধানী ঢাকার মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে প্রতিনিয়ত ৫৮ হাজার শিক্ষার্থীর পদচারণ ঘটে। এতসংখ্যক শিক্ষার্থী নিয়ে যে প্রতিষ্ঠান প্রত্যহ ছুটে চলেছে শিক্ষাদানে সেখানে ক্লাসরুমের সঙ্কট অনেক বেশিই। গণিত বিভাগের ক্লাস চলাকালীন অবস্থায় বৃষ্টির পানি মাথায় পড়তেও দেখা যায়। তবে কর্তৃপক্ষ তা দ্রুত সমাধান করার আশ্বাস দেন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড