• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চবিতে আন্তঃবিভাগ বিতর্কে চ্যাম্পিয়ন মৃত্তিকা বিজ্ঞান

  চবি প্রতিনিধি

০২ জুলাই ২০১৯, ০০:২০
আন্তঃবিভাগ বিতর্ক
আন্তঃবিভাগ বিতর্কে চ্যাম্পিয়ন মৃত্তিকা বিজ্ঞান (ছবি : সংগৃহীত)

'যুক্তি বোধের উন্মোচনে সহযোগ সম্মিলন' স্লোগানে চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) আয়োজিত 'সিইউএসডি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা- ২০১৯ এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ।

সোমবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আলী আর রাজী, সিইউএসডির সাবেক সভাপতি শেখ রাইসুল ইসলাম, সানজানা হক মিফতা এবং বর্তমান সভাপতি অভিষেক দত্ত।

উল্লেখ্য, এটি সিইউএসডির আয়োজনে ৩য় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ফ্যাকাল্টিতে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও প্রাথমিক পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের ২২টি দল অংশ নেয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড