• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ রমেক শাখার সভাপতি রাব্বি, সম্পাদক ফাহিম

  ক্যাম্পাস ডেস্ক

০১ জুলাই ২০১৯, ১৯:০৫
বন্ধুমঞ্চ রমেক শাখা
রমেক শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সংগৃহীত)

এমবিবিএস ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী মো. সাব্বির হাসান রাব্বিকে সভাপতি এবং একই ব্যাচের শিক্ষার্থী মো. মুন্তাসিম বিল্লাহ ফাহিমকে সাধারণ সম্পাদক করে দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ রংপুর মেডিকেল কলেজ (রমেক) শাখার ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

রবিবার (৩০ জুন) দৈনিক অধিকারের সম্পাদক তাজবীর হোসাইন সজীব নতুন এই কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মো. মুহাইনীন রহমান ধ্রুব, যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম জুলফিকার, সাংগঠনিক সম্পাদক তাসনিয়া ইসরাত মাইশা, সহসাংগঠনিক সম্পাদক তাহিয়া আন নূর জাহেদ, দপ্তর সম্পাদক সৌভিক চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু হাসিব, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক কাশপিয়া নাহরিন সুমাইয়া, সাংস্কৃতিক সম্পাদক রাফিয়া ইসলাম, সহসাংস্কৃতিক সম্পাদক আতাসিয়া রুখসা, ক্রীড়া সম্পাদক আর্নিকা আন্জুম, সহক্রীড়া সম্পাদক। কাজী মাইশা আহমেদ এবং সাহিত্য সম্পাদক শাহরিয়ার রশিদ শাফি।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মেহেদী হাসান সৌরভ, মোসাব্বির পারভেজ অভি, ফারিহা আলম রিতু, রুনা আক্তার, রোকাইয়া ঝর্ণা, জারিন তাসনিম, এস এম ইমামুল হাসান আবির, শেখ আফরিনা।

এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন- ডা. মুশতারী মমতাজ মি, রংপুর মেডিকেল কলেজ।

নতুন কমিটির সভাপতি মো. সাব্বির হাসান রাব্বি বলেন, ‘সামাজিক কাজ করার জন্য দৈনিক অধিকারের ‘‘বন্ধুমঞ্চ’’ নতুন একটি প্লাটফর্ম। দৈনিক অধিকারের সৃজনশীল ও মননশীল এই উদ্যোগটি সত্যিই অনেক প্রশংসার দাবি রাখে। একটি সুন্দর জাতি হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যাশায় কাজ করে যাবে বন্ধুমঞ্চ, রমেক শাখা। সকলের সাহায্য সহযোগিতা পেলে অনেক ভালো কিছু করতে পারবো বলে আশা করছি।’

সাধারণ সম্পাদক ফাহিম বলেন, ‘বন্ধুমঞ্চ শিক্ষার্থীদের সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরকম একটা সংগঠনের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য দৈনিক অধিকারের সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড