• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ চুয়েট শাখার সভাপতি তারিফ, সম্পাদক সোহাগ

  ক্যাম্পাস ডেস্ক

২৮ জুন ২০১৯, ২১:০১
নতুন কমিটি
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সম্পাদিত)

দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ' চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শাখার কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক অধিকারের চুয়েট প্রতিনিধি পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আতাহার মাসুম তারিফকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী মো. সোহাগ হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুন) বিকালে দৈনিক অধিকারের সম্পাদক তাজবীর হোসাইন সজীব এক বছর মেয়াদী এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মো. রিয়াসাদ সম্রাট, আশিকুল আলম শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকিব, মো. তাহের ইবনে হোসাইন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের রহমান, সহসাংগঠনিক সম্পাদক তাহমিদুল ইসলাম সোহান, মো. হাসিবুল ইসলাম হাসিব, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন শাকিব, অর্থ সম্পাদক শুভ দাশ, প্রচার সম্পাদক শেখ সাদি, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. তামিম, পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক রেদুয়ান ইমরোজ খান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান জিয়াদ, নারী বিষয়ক সম্পাদক ফাউজিয়া বিন্তে ওয়ালিদ, কর্মসূচি পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. মুহাইমিনুল হক মিনু, ক্রীড়া সম্পাদক রাফিদ আল হাসিব, আইন বিষয়ক সম্পাদক ফাহিম শাহরিয়ার শাওন, সাহিত্য সম্পাদক সুমাইয়া সোলতানা আভা, পাঠাগার সম্পাদক উৎস চৌধুরী, সহপাঠাগার বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাকিল হোসেন, প্রশিক্ষণ সম্পাদক অসীম বণিক, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আতিক ইশরাক অনিক।

এছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে- আরাফ বিন হক অন্বয়, জাহিদুল ইসলাম তুষার,কাজী জাওয়াদ।

এছাড়াও উপদেষ্টা পরিষদে রয়েছেন- চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এম শাহাজাহান রতন, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বিভাগের প্রভাষক আবদুর রহমান কাকন, গণসংযোগ কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ তাহমিদ হোসেন ও সাধারণ সম্পাদক রাফাত হাসান দিগন্ত।

নবনির্বাচিত সভাপতি আতাহার মাসুম তারিফ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘বন্ধুমঞ্চের মতো স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরু দায়িত্ব আমার উপর অর্পণ করায় প্রথমেই দৈনিক অধিকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মিলিতভাবে সংগঠনের বিভিন্ন সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সুন্দর সমাজ, ক্যাম্পাস, রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। পরিশেষে নবগঠিত কমিটির প্রত্যেকটা সদস্যের জন্য শুভকামনা রইল।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড