• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সঙ্কট নিরসনের দাবিতে হাবিপ্রবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

  হাবিপ্রবি প্রতিনিধি

২৮ জুন ২০১৯, ০৯:৪১
শিক্ষার্থী
দাবি আদায়ে হাবিপ্রবিতে অবস্থানরত শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

শিক্ষক, ল্যাব উপকরণসহ বিভিন্ন সঙ্কট নিরসনের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় ইঞ্জিনিয়ারিং অনুষদের সামনে এ কর্মসূচি শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে। অবস্থানকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘বিভাগের সংকট নিরসন না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’

বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগটিতে শিক্ষক, ল্যাব এবং প্রয়োজনীয় আসবাবপত্রের চরম সংকট বিদ্যমান। চালু হওয়ার ৪ বছরে মাত্র ২ জন শিক্ষক পেয়েছে বিভাগটি। ২ জন শিক্ষক দিয়েই চলছে প্রায় ২০০ শিক্ষার্থীর ক্লাস। বিভাগীয় প্রধানের (চেয়ারম্যান) দায়িত্ব পালন করছেন অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ সিদ্দিকুর রহমান। শিক্ষক সঙ্কটের কারণে সঠিকভাবে ক্লাস-পরীক্ষা হচ্ছে না, ফলে সেশন জটে পড়ছেন শিক্ষার্থীরা।

ল্যাবরেটরি সঙ্কটের ব্যাপারে শিক্ষার্থীরা বলেন, যেখানে আমাদের অন্তত ৫টি মৌলিক ল্যাবরেটরি থাকা অপরিহার্য, সেখানে একটিও নেই। ২য় বর্ষের শিক্ষার্থী রোকনুজ্জামান বলেন, ঈদুল ফিতরের আগে লেভেল-১, সেমিস্টার ২ এর ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে অথচ এখনো পরিবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করতে পারিনি। ৪র্থ বর্ষের শিক্ষার্থী সৈকত জানান, সঙ্কট নিরসনে ডিন স্যার ১০ কার্যদিবস সময় নিয়েছেন। সঙ্কট নিরসন না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মারুফ আহমেদ মুঠোফোনে দৈনিক অধিকারকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো পূরণে ১০ কার্যদিবস সময় নিয়েছি। আজ ৩য় কার্যদিবস চলছে। উল্লেখিত সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড