• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাককানইবিতে নাট্যবিদ্যার পাঠ উন্মোচন

  জাককানইবি প্রতিনিধি

২৬ জুন ২০১৯, ২৩:২৭
পাঠ উন্মোচন
নাট্যবিদ্যার পাঠ উন্মোচন (ছবি : সংগৃহীত)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের নিয়মিত প্রকাশনা ও গবেষণা জার্নাল নাট্যবিদ্যার ২য় সংখ্যার পাঠ উন্মোচন করা হয়েছে।

বুধবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিকেল ৪টা ১৫ মিনিটে নাট্যবিদ্যা গবেষণা জার্নালের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়।

পাঠ উন্মোচন ও আলোচনা সভায় বিভাগের প্রভাষক মাজহারুল হোসেন তোকদারের সঞ্চালনায় বিভাগীয় প্রধান ইসমত আরা ভূঁইয়া ইলার সভাপতিত্বে নাট্যবিদ্যা ২য় সংখ্যার পাঠ উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নাট্যবিদ্যা সম্পাদনা পর্ষদের সদস্য ড. মো. কামাল উদ্দীন। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাট্যবিদ্যা সম্পাদনা পর্ষদের সদস্য আল্ জাবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দীন। আরও বক্তব্য রাখেন গবেষণা ও সম্প্রসারণের পরিচালক প্রফেসর ড. বিজয় ভূষণ দাস। এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক ড. এমদাদুর রাশেদ সুখন, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান প্রমুখ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড