• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

  ইবি প্রতিনিধি

২৬ জুন ২০১৯, ২৩:২২
সেমিনার
আন্তর্জাতিক সেমিনারের অতিথিরা (ছবি : সংগৃহীত)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ন্যাচারাল প্রোডাক্টস ফর ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আয়োজনে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভবনের নীচতলার হল-রুমে দুপুর ১২টায় এই সেমিনার শুরু হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো, শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম।

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি ও সেমিনার আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। তুরস্কের ক্যানকিরী কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম ডেমিরটাস মূল আলোচক হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘ওষুধ উৎপাদনের ক্ষেত্রে দিন-দিন পরিবর্তন আসছে। মানবজাতির মঙ্গলের জন্য ওষুধ তৈরির ক্ষেত্রে প্রাকৃতিক উপাদানগুলো আরও বেশি করে ব্যবহার করা উচিত।’

তিনি বলেন, ‘নিত্যনতুন ওষুধের আবিষ্কার আমাদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আনছে। উপাচার্য আশা প্রকাশ করে বলেন, ‘ক্যানকিরী কারাতেকিন বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় যৌথভাবে ওষুধ তৈরির ক্ষেত্রে প্রাকৃতিক উপাদানের ব্যবহার বিষয়ে কাজ করে যাবে।’

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান বলেন, ‘আমাদের দৈনন্দিন জীবনে প্রাকৃতিক ও ভেষজ ওষুধের ব্যবহার আরও বাড়াতে হবে।’

তিনি বলেন, ‘বিশ্বে যেমন নতুন-নতুন রোগের আবির্ভাব ঘটছে তেমনি তা নিরাময়ের ওষুধও তৈরি হচ্ছে। এ সময় তিনি ডাক্তারি পরামর্শ ছাড়া ওষুধ সেবন না-করার অনুরোধ জানান।

অপর বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা বক্তব্যে বলেন, এই সেমিনারের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকীকরণের পথে আরেক ধাপ এগিয়ে গেলো এবং এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ক্যানকিরী কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সূচিত হলো।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ফ. ম. আকবর হোসাইন, অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, অধ্যাপক ড. এম. মনিরুজ্জামান, অধ্যাপক ড. রুহুল কে.এম.সালেহ, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রেস প্রশাসক অধ্যাপক ড. হাবিবুর রহমান (রহমান হাবিব), পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিচুর রহমান, অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া প্রমুখ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড