• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথমবারের মতো পাবিপ্রবিতে বর্ষা উৎসব উদযাপন

  পাবিপ্রবি প্রতিনিধি

২৬ জুন ২০১৯, ১৬:৫৩
পাবিপ্রবি
বর্ষা উৎসব উদযাপন (ছবি : সংগৃহীত)

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো বর্ষা উৎসব উদযাপন করা হয়েছে। এই উৎসবের আয়োজন করেছে পাবিপ্রবির নাট্য সংগঠন অনিরুদ্ধ নাট্যদল। মঙ্গলবার (২৫ জুন ) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের সামনে অনিরুদ্ধ মঞ্চে এই আয়োজন করা হয়।

বর্ষা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাবিবুল্লাহ। স্বাগত বক্তব্য পর্বে অতিথিরা আয়োজনের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানায় এবং আগামী দিনে এই ধরনের আয়োজন নিয়মিত করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

উৎসবে আরও উপস্থিত ছিলেন- অনিরুদ্ধ নাট্যদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি কনক মোহন রায় সাধারণ সম্পাদক মো. ফয়সাল, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

অনিরুদ্ধ নাট্যদলের প্রযোজনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নানা আয়োজনে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের আয়োজনগুলোর মধ্যে ছিল- নাটক, নৃত্য, বর্ষার গান ইত্যাদি।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড