• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন

  ক্যাম্পাস ডেস্ক

২৫ জুন ২০১৯, ১২:৪৮
বিদ্যুৎ উপকেন্দ্র
বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন (ছবি : সংগৃহীত)

চট্টগ্রামের হালিশহরের ১৩২/৩৩ কেভি গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন করেছেন সাউদার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত শিক্ষাকে কীভাবে কর্ম ক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সম্প্রতি এ সফরের আয়োজন করা হয়।

ইইই বিভাগের সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান রুবানা হক চৌধুরীর তত্ত্বাবধানে দিনব্যাপী এই সফরে বিভাগের শিক্ষকরাসহ সম্মান তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা সহকারি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইসমাঈল হোসাইন হালিশহর বিদ্যুৎ উপকেন্দ্র সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন তাদের।

পরে শিক্ষার্থীদের নিয়ে গ্রিড উপকেন্দ্রের অপারেশন রুম, কন্ট্রোলরুম, সুইচগিয়ার সেন্টারসহ যাবতীয় যন্ত্রপাতি ঘুরে দেখান ও এসব যন্ত্রপাতির কলাকৌশল সর্ম্পকে অবহিত করেন। এ সময় শিক্ষার্থীরা হালিশহর গ্রিড উপকেন্দ্র কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড