• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের নেতৃত্বে মাহবুব-হাসনাইন

  জিটিসি প্রতিনিধি

২৪ জুন ২০১৯, ২২:১৫

সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের ২০১৯-২০ সেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন ক্লাবটির প্রতিষ্ঠাতা মাহবুব হাসান রিপন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. হাসনাইন। বিতর্ক ক্লাবকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ১৯ সদস্যদের কার্যনির্বাহী পরিষদ (২০১৯-২০) ঘোষণা করা হয়।

সোমবার (২৪ জুন) দুপুরে তিতুমীর কলেজের বিতর্ক মঞ্চে কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিতর্ক ক্লাবের মডারেটর সালমা আক্তার। কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ অন্যরা।

বিতর্ক ক্লাবের নব নির্বাচিত সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি (প্রশাসন) মো. জাবেদ ইকবাল, সহসভাপতি (বিতর্ক) তাজবীর আহমেদ, সহসভাপতি (যোগাযোগ) মো. সাজেদুল ইসলাম, মহা-পরিচালক (পরিচালক প্যানেল) ফরিদ আহমেদ নিলয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (সদস্য উন্নয়ন ও সমন্বয়) হাসানুল করিম সাকির, যুগ্ম সাধারণ সম্পাদক (অনুষ্ঠান ও কর্মশালা) সৌম্য পিউরিফিকেশন, সাংগঠনিক সম্পাদক (কলা ও সমাজবিজ্ঞান) ইশা ইসরাত, সাংগঠনিক সম্পাদক (বিজ্ঞান ও বাণিজ্য) লুভনা রহমান, কোষাধ্যক্ষ মো. মাকসুদুর রহমান ওলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস আই পাভেল, দপ্তর সম্পাদক আনিকা তাসনিম অনন্যা, বিতর্ক ও ক্যারিয়ার সম্পাদক ইশরাত জাহান লাজুকি, পাঠচক্র, কুইজ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মির্জা রাকিব, শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে সৈয়দ জারিন, ফয়সাল আহমেদ ফাহিম, নুসরাত নাসরিন সামিরা।

কার্যনির্বাহী পরিষদ (ছবি : সম্পাদিত)

নতুন কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের মডারেটর সালমা আক্তার বলেন, ‘স্বপ্ন একটি পরিকল্পনা। আর এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব। নতুন কমিটিকে আগামীর চ্যালেঞ্জ জয় করতে হবে।’

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বলেন, ‘সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি সব সময় বিতর্ক ক্লাবের সঙ্গে থাকবে এবং ক্যাম্পাসকে আলোকিত করতে কার্যকর ভূমিকা রাখবে।’

নতুন কমিটিকে উদ্দেশ্য করে ক্লাবের প্রতিষ্ঠাতা ও পুনরায় নির্বাচিত সভাপতি মাহবুব হাসান রিপন বলেন, ‘কমিটিতে যারা এসেছেন তাঁদের বিশ্বাস করতে হবে আপনি ক্লাবের প্রতিটি সদস্যের প্রতিনিধি। তাঁদের হয়ে একটি দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। এই দায়িত্ব আপনি যতটুকু সৎ ও স্বচ্ছতার সঙ্গে পালন করবেন ক্লাব ততটুকুই এগিয়ে যাবে।’

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজ বাংলাদেশের ঐতিহাসিক একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার দীর্ঘ ৪৭ বছর পর ২০১৭ সালের ৭ মার্চ সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিগত ২ বছরে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব (জিটিসি-ডিসি) ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ২০১৭ সালে ক্লাবটি দু’বছর মেয়াদি প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড