• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাণ ফিরে পেল প্রাচ্যের ক্যামব্রিজ

  রাবি প্রতিনিধি

২৪ জুন ২০১৯, ২২:০৩
রাবি
রাবি শিক্ষার্থীদের আড্ডা (ছবি : দৈনিক অধিকার)

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলেছে। দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাস খোলাতে প্রথম দিনেই শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত উত্তরবঙ্গের শ্রেষ্ঠ এ বিদ্যাপীঠ। এর আগে রবিবার (২৩ জুন) আবাসিক হল খুলে দেওয়ায় ওই দিন সকাল থেকেই হলের শিক্ষার্থীরা ফিরতে শুরু করেন।

গতকাল হল খুললেও সোমবার (২৪ জুন) থেকে ক্লাস শুরু হয়েছে। ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সোমবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দল বেঁধে আড্ডায় মেতেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, সাগর ক্যান্টিন, পরিবহন মার্কেট এলাকা, শহীদ মিনার চত্বর, পুরোনো ফোকলোর মাঠ, সাবাস বাংলাদেশ মাঠ, মিডিয়া চত্বর, আমতলা, চারুকলা অনুষদ প্রাঙ্গণসহ বিভিন্ন পয়েন্টে ছিলও শিক্ষার্থীদের জমজমাট আড্ডা।

বন্ধুদের সঙ্গে আড্ডারত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ইমতিয়াজ বলেন, ‘রাজশাহী এসেছি দুই দিন আগে। ক্যাম্পাস বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন আড্ডা দেওয়ার সুযোগ হয়নি। আজ সবাই মিলে আড্ডা দিচ্ছি।’

তাদের সাথে আড্ডা দেওয়া আরেক শিক্ষার্থী সাইফুর রহমান বলেন, ‘দীর্ঘ বন্ধ থাকায় তর সই ছিলও না। কবে ক্যাম্পাস খুলবে সে অপেক্ষায় ছিলাম। কবে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিব, ক্লাস করবো। আজ সবার সঙ্গে দেখা হয়েছে, ক্লাস করেছি। সব মিলিয়ে ভালোই লাগছে।’

এদিকে দীর্ঘ ২৪ দিন ছুটির পর রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলোতেও ছিলও কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসাদের ব্যস্ততা। এ যেন চিরচেনা এক প্রাণ চঞ্চল রাজশাহী বিশ্ববিদ্যালয়।

প্রসঙ্গত, গত ৮ মে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হয়। আর ৩০ মে বৃহস্পতিবার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয় আর ওইদিনই দাপ্তরিক কাজকর্ম শেষে অফিস বন্ধ হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড