• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবিতে স্বীকৃতিমূলক কোর্স উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

  বাকৃবি প্রতিনিধি

২৪ জুন ২০১৯, ১৯:০২
কর্মশালা
কোর্স উন্নয়ন শীর্ষক কর্মশালা (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উচ্চশিক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতিমূলক কোর্স উন্নয়নে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় বাকৃবির জিটিআইয়ের শ্রেণিকক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় জিটিআইয়ের পরিচালক অধ্যাপক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমেদ। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জিটিআইয়ের সাবেক পরিচালক অধ্যাপক ড. মাসুমা হাবীব। টেকনিক্যাল সেশনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মনোরঞ্জন দাস। এ সময় কর্মশালায় বাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ এবং জিটিআই থেকে সাবেক ট্রেনিং প্রাপ্তরাও উপস্থিত ছিলেন।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ দেশের বিভিন্ন ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স করে থাকে। প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট স্বীকৃতি সম্পন্ন না হওয়ায় পরবর্তীতে তেমন কোনো কাজে লাগাতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ উন্নয়নের জন্য আমরা এই কর্মশালার আয়োজন করেছি। বাংলাদেশে উচ্চশিক্ষা মূল্যায়ন কমিটি কর্তৃক স্বীকৃতি সম্পন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালনা করার জন্য প্রয়োজনীয় কোর্স কারিকুলাম এবং কৌশল উন্নয়ন করা আজকের কর্মশালার মূল উদ্দেশ্য।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড