• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘উপাচার্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি’

  ক্যাম্পাস ডেস্ক

২৪ জুন ২০১৯, ১২:০০
ঢাবি
ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।

রবিবার (২৩ জুন) বিকালে ঢাবির উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মিলনায়তনে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি জানান, ‘আমাকে যখন উপাচার্য হওয়ার প্রস্তাব করা হয় তখন তা আমি তিন কারণে ফিরিয়ে দিয়েছি। প্রথমত, আমি এরশাদের আমলে উপাচার্য হতে পারি না। আমার ছাত্র জিয়া উদ্দিন বাবুল তখন ডাকসুর সেক্রেটারি ছিল, সে আমার জন্য সুপারিশ করার কথা বলে। তখন আমি তাকে বলি, তুমি যদি আমার ছাত্র হয়ে থাক তাহলে এ কাজ কর না। ডিজিএফআই ও স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা বলে, আমার নাম সবার ওপরে দেওয়া হয়েছে।’

‘দ্বিতীয়ত, আমি যখন ডিন ছিলাম তখন উপলব্ধি হয়েছে প্রশাসন আমার কাজ নয়। কারণ নানা ধরনের প্রমোশন, নিয়োগের সুপারিশ নিয়ে সবাই আসত। যার কারণে আমি বাসায় থাকতাম। কিন্তু তখন বিচ্ছিন্ন মনে হতো। উপাচার্য হলে আমি এই বিচ্ছিন্নতা মেনে নিতে পারব না।’

তৃতীয় কারণ হিসেবে তিনি জানান, ‘আমার ছাত্রীরা হলে গাদাগাদি করে থাকবে, ছাত্ররা গেস্টরুমে নির্যাতনের শিকার হবে আর আমি উপাচার্যের বড় বাংলোতে থাকব সেটা মেনে নিতে পারব না। আমার স্ত্রীকে জিজ্ঞেস করলে সে বলে, আমি লেকচারার সিরাজুল ইসলাম চৌধুরীকে বিয়ে করেছি।’

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড