• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধ্যাপকের বাড়িতে হামলা, চবি শিক্ষক সমিতির নিন্দা

  চবি প্রতিনিধি

২৩ জুন ২০১৯, ১৮:৪১
রাউজান
রাউজান (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুরের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

রবিবার (২৩ জুন) দুপুরে চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জাকির হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুরের পূর্ব রাউজানের রশিদার পাড়াস্থ গ্রামের বাড়িতে গত ১৬ জুন সন্ধ্যার পর কিছু সংখ্যক সন্ত্রাসী হামলা চালিয়ে তাদের পারিবারিক বাড়িটি ভাঙচুর করেছে। একজন সম্মানিত শিক্ষক যিনি সমাজে শ্রদ্ধার পাত্র তার ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন ও হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।’

উল্লেখ্য, স্থানীয় বিরোধের জেরে গত ১৬ জুন চট্টগ্রামের রাউজান উপজেলায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির কেন্দ্রীয় সহসভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবুল মনছুরের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ওই শিক্ষক স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীদের ছত্রছায়ায় থাকা বিএনপি-জামায়াতকে দায়ী করেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড