• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরকৃবির ১১তম দিনের আন্দোলন

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের আন্দোলন সংক্ষিপ্ত ঘোষণা

  বশেমুরকৃবি প্রতিনিধি

২৩ জুন ২০১৯, ১২:১৬
বশেমুরকৃবি
আন্দোলনরত শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১তম দিনের আন্দোলন সংক্ষিপ্ত করল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২৩ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে আন্দোলন শুরু করে সমস্বরে জাতীয় সংগীত গাওয়া হয়। এরপরই আজকের দিনের আন্দোলন সমাপ্তি ঘোষণা করে শিক্ষার্থীরা।

জানা যায়, অযৌক্তিক জরিমানা ও অতিরিক্ত ফি আদায় ও অন্যান্য বিভিন্ন বিষয়ের প্রতিবাদে গেল টানা ১১ দিন ধরে তিন দাবি নিয়ে আন্দোলন করে আসছে বশেমুরকৃবির সাধারণ শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, এ পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে তারা জানায়, সবকটি দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

গেল ২০ মে ক্লাসের ৮০ শতাংশের নিচে উপস্থিতির ওপর জরিমানা আদায়ের নোটিশ দেওয়ার পরদিনই আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা টানা ১১ দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করে যাচ্ছে।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো-

১. ৮০ শতাংশের ক্লাসের উপস্থিতি ধরে যে জরিমানা ধরা হয়েছে সেটা বাতিল করতে হবে এবং পরীক্ষা দেওয়ার সর্বনিম্ন উপস্থিতি হার ৬০ শতাংশ করতে হবে

২. অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে এনরোলমেন্ট ফি ১০০০-১২০০ টাকার মধ্যে রাখতে হবে

৩. ২টি মিড পরীক্ষার একটি বাদ দিতে হবে এবং পরীক্ষার পর কোনো ক্লাস-ল্যাব দেওয়া যাবে না

এর মধ্যে জরিমানার নোটিশ আপাতত স্থগিত করা হলেও বাকি দাবি সম্পর্কে কিছু জানায়নি প্রশাসন।

এ দিকে, আজ সকালে প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে পূর্বানুমতি ব্যতীত সব ধরনের সমাবেশ, মিছিল, মিটিংকে শৃঙ্খলা পরিপন্থি হিসেবে আখ্যায়িত করে এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড