• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেছেন যবিপ্রবি উপাচার্য

  যবিপ্রবি প্রতিনিধি

২২ জুন ২০১৯, ১৪:৫৬
যবিপ্রবি
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন (ছবি : সম্পাদিত)

অণুজীববিজ্ঞান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ও দি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সমঝোতা স্মারক সইয়ের উদ্দেশ্যে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও কানাডা গেছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন গেল ২০ জুন রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সফরকালে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন শিক্ষা ও গবেষণার মনোন্নয়নে কানাডার নামকরা বিশ্ববিদ্যালয় দি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই করবেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের শিকাগোতে ইন্টারন্যাশনাল মাইক্রোবায়োলজি সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

সফর শেষে আগামী ৩ জুলাই যবিপ্রবি উপাচার্য দেশে ফিরে আসার কথা রয়েছে। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড