• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবিতে র‌্যাগের রাজা-রানি নির্বাচন ৫ জুলাই

  জাবি প্রতিনিধি

২২ জুন ২০১৯, ০৯:১০
জাবি
চার প্রার্থী (ছবি : সংগৃহীত)

র‌্যাগ বা শিক্ষা সমাপনী উৎসবকে ভিন্ন রঙে রাঙাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিটি র‌্যাগ উৎসবে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী রাজা-রানি নির্বাচন। এ বছর ৪১তম আবর্তনের শিক্ষা সমাপনী উৎসবের রাজা-রানি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুলাই।

শনিবার (২২ জুন) র‌্যাগ ৪১ এর প্রধান নির্বাচন কমিশনার দীপঙ্কর দাস এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ভোটগণনা শেষে সে দিনই ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে রাজা ও রানি পদে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন- বাংলা বিভাগের আরমান খান যুব ও প্রত্নতত্ত্ব বিভাগের সিয়াম চৌধুরী শাওন। অপরদিকে, রানি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন- ইংরেজি বিভাগের ইফফাত জাহান খান নোভা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শ্যামা ভট্টাচার্য।

এ দিকে, জুলাইয়ের শেষ সপ্তাহে র‌্যাগ উৎসব অনুষ্ঠানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড