• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রবিবার থেকে প্রাণবন্ত হয়ে উঠবে জবি

  ক্যাম্পাস ডেস্ক

২১ জুন ২০১৯, ১৯:৩৪
জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ছবি : মোহাম্মদ আসিফ)

শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং গ্রীষ্মের দীর্ঘ ছুটি শেষে আগামী রবিবার (২৩ জুন) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুরোদমে প্রশাসনিক কার্যক্রম ও ক্লাস শুরু হতে যাচ্ছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ ছুটি কাটিয়ে ইতোমধ্যে ঢাকায় ফিরতে শুরু করেছে ঢাকাবাসী। বাদ পড়েনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

রবিবার থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তরসমূহ যথারীতি তাদের কার্যক্রম শুরু করবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে।

এর আগে শব-ই-কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ১৯ মে (রবিবার) থেকে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ২ জুন (রবিবার) হতে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তর বন্ধ ঘোষণা করা হয়।

তবে অনেক শিক্ষার্থী নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে ঈদের পরপরই ফিরে এসেছেন ঢাকায়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড