• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভেসে উঠেছে হাবিপ্রবির নিখোঁজ শিক্ষার্থী তাসফিকের লাশ

  হাবিপ্রবি প্রতিনিধি

১৯ জুন ২০১৯, ১২:১১
হাবিপ্রবি
নিহত হাবিপ্রবির শিক্ষার্থী মো. তাসফিক হোসেন (ছবি : সম্পাদিত)

বেড়াতে গিয়ে নিখোঁজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সেই শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। বুধবার (১৯ জুন) সকালে আত্রাই নদীতে নিখোঁজ তাসফিকের লাশ দেখতে পাওয়া যায়।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে লাশ গ্রহণ করেন চাচা শরিফুল ইসলাম। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল খেলার মাঠে ১ম জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দিনাজপুরের মহনপুর আত্রাই নদীর রাবার ড্যামে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের লেভেল ২, সেমিস্টার ২ এর শিক্ষার্থী মো. তাসফিক হোসেন। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৮টায় উদ্ধার অভিযান শুরু করে এবং রাত ১২টায় তা স্থগিত করা হয়।

জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, প্রক্টর অধ্যাপক ড. খালিদ হোসেন নিহতের চাচা শরিফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এরফান আলী খন্দকার ও সহপাঠী জয়।

জানাজা শেষে নিহতের মরদেহ গ্রামের বাড়ি চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড