• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীকে ড্রাইভারের মারধর

  চবি প্রতিনিধি

১৭ জুন ২০১৯, ১৯:৩৭
সাদাত হোসাইন
ভুক্তভোগী শিক্ষার্থী সাদাত (ছবি : সম্পাদিত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সিএনজিতে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করায় ড্রাইভারের মারধরের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম সাদাত হোসাইন। সে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

রবিবার (১৬ জুন) রাত পৌনে এগারোটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

সাদাত হোসাইনের ভাষ্যমতে, ‘ক্যাম্পাসে যাওয়ার জন্য রাত সাড়ে দশটা থেকে অপেক্ষা করছিলাম। কিন্তু সিএনজিওয়ালারা যেতে রাজি হচ্ছিল না। অনেকক্ষণ অপেক্ষার পরে একটা সিএনজি পাই। কিন্তু সিএনজিতে ওঠার পর ড্রাইভার বলল ভাড়া দশ টাকা। আমার পাশে থাকা এক ভাই এর প্রতিবাদ করলে ড্রাইভার গাড়ি থামিয়ে নামতে বলে। বলে গাড়ি যাবে না। এর প্রতিবাদ করলে অতর্কিতে আমাকে লাথি মারে। এক পর্যায়ে হেঁচকা টানে আমাকে সিএনজি থেকে বাইরে ফেলে দেয়।’

ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, ‘অনেকদিন থেকেই রাত এগারোটা বাজলেই ড্রাইভাররা ছয় টাকার ভাড়া বাড়িয়ে দশ টাকা নেয়। আমরাও মানবিক বিবেচনায় মেনে নিই। এগারোটা বেজে গেলে বলতেই হতো না, তাকে দশ টাকা দিতাম। কিন্তু তখনও এগারোটা বাজেনি। আমাকে মারধর করতে দেখে একজন প্রতিবাদ করতে আসলে তাকেও চড় মারে ওই ড্রাইভার। এ সময় অন্যান্য ড্রাইভাররা আমাদের ঘিরে রাখে। আর ওই গাড়িতে বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের স্টিকার দূরে থাক নম্বর প্লেটই ছিল না।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড