• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবি শিক্ষকদের চিনি মসজিদ ও সৈয়দপুর সেনানিবাস পরিদর্শন

  ক্যাম্পাস ডেস্ক

১৫ জুন ২০১৯, ১৪:১৩
বেরোবি
বেরোবি দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের নবনিযুক্ত শিক্ষকরা (ছবি : সংগৃহীত)

ফাউন্ডেশন কোর্সের অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের নবনিযুক্ত শিক্ষকরা চিনি মসজিদ ও সৈয়দপুর সেনানিবাস পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৪ জুন) দুপুরে চিনি মসজিদ ও সৈয়দপুর সেনানিবাস পরিদর্শন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- দ্বিতীয় ফাউন্ডেশন কোর্সের কোর্স সিনিয়র ও ইংরেজি বিভাগের প্রভাষক ইমরানা বারী, তৃতীয় ব্যাচের কোর্স সিনিয়র ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. সারোয়ার আহমাদ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ-আল-মাহবুব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মার্জিয়া সুলতানা, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামীম হোসেন, রসায়ন বিভাগের প্রভাষক মোস্তফা কাইয়ুম শারাফাত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক বিউটি মণ্ডল, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সানজিদ ইসলাম খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সহিবুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মনিরুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক ফাহিমুল কাদের সিদ্দিকী, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এবিএম নুরুল্লাহ, লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো. মুজাহিদুল ইসলাম।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড