• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়েটের সঙ্গে জাপানি লিঙ্ক স্টাফ কোম্পানির সমঝোতা চুক্তি

  ক্যাম্পাস ডেস্ক

১৪ জুন ২০১৯, ১১:৩৭
চুয়েট
দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর (ছবি : সংগৃহীত)

জাপানের আইটি খাতে চাকরি প্রাপ্তির লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সঙ্গে জাপানের টোকিওর লিঙ্ক স্টাফ কোম্পানি লিমিটেডের একটি দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে চুয়েটের পক্ষে এ চুক্তির স্বাক্ষর করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামান। অন্যদিকে, জাপানের পক্ষে চুক্তির স্বাক্ষর করেন লিঙ্ক স্টাফ কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মিস্টার ইয়াসুয়াকি সুগিতা। এ সময় উপস্থিত ছিলেন, চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এছাড়া চুক্তি স্বাক্ষরের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আজাদ হোসাইন।

জানা যায়, এ চুক্তির আওতায় চুয়েটের সিএসই বিভাগের গ্রাজুয়েটরা জাপানের আইটি খাতে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে লিঙ্ক স্টাফ কোম্পানি। এছাড়া তাদের জাপানি প্রতিষ্ঠানগুলোর উপযোগী করে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ সুবিধাও প্রদান করবে এ কোম্পানি।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড