• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদ উপলক্ষে রাবির সকল কার্যক্রম বন্ধ হচ্ছে কাল

  রাবি প্রতিনিধি

২৯ মে ২০১৯, ১৯:০৬
রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

পবিত্র শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল কার্যক্রম বন্ধ হবে বৃহস্পতিবার থেকে। শিক্ষার্থীদের হলসমূহ ৩০ মে দুপুর ১২টায় এবং দাপ্তরিক কার্যক্রম বিকাল তিনটার পর বন্ধ হবে। ২৪ দিন ছুটি শেষে হলসমুহ খুলবে আগামী ২৩ জুন সকাল দশটায়।

বুধবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২ জুন (রবিবার) থেকে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। তবে ৩১ মে এবং ১ জুন (শুক্র ও শনিবার) বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ছুটি থাকায় বৃহস্পতিবারেই শেষ হবে দাপ্তরিক কার্যক্রম। আবার ২১ ও ২২ জুন (শুক্র ও শনিবার) বিশ্ববিদ্যালয়ের ছুটি থাকায় ২৩ জুন (রবিবার) থেকে শুরু হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। অপরদিকে, আবাসিক হলসমূহ ৩০ মে (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে ২৩ জুন (রবিবার) সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে ৮ মে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হয়েছে। ২৩ জুন রবিবার যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড