• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবি শাখা ছাত্র ফেডারেশন

ভিপি নুরের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

  রাবি প্রতিনিধি

২৮ মে ২০১৯, ১৭:৩৬
রাবি ক্যাম্পাস
রাজশাহী বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারী ‘ছাত্রলীগ’ নেতাকর্মীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশন।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে সংগঠনটির দপ্তর সম্পাদক অন্তু বিশ্বাস প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত রবিবার কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বগুড়া শাখা শহরের উডবার্ন সরকারি গ্রন্থাগার মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করেছিল। এতে যোগ দিতে নুরুল হক নুরসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রওনা দিলে পথে ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের হামলায় নুর, ফারুক ও আদিবসহ আরও বেশ কয়েকজন আহত হন। এর আগেও ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে বাধা দেয় ছাত্রলীগ।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ছাত্র ফেডারেশন মনে করে, নুরদের ওপর ছাত্রলীগের দফায় দফায় হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এ ধরনের হামলা পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যার মাধ্যমে সারা দেশে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। তাই আমরা চাই হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড