• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ ডুয়েট শাখার সভাপতি মাহামুদুল, সম্পাদক আশরাফুল

  ক্যাম্পাস ডেস্ক

২৭ মে ২০১৯, ২১:০৯
ডুয়েট বন্ধুমঞ্চ
অনুমোদিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সম্পাদিত)

দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখার কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক অধিকারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহামুদুল হাসানকে সভাপতি এবং একই বিভাগের আশরাফুল অ্যাস্ট্রোকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রবিবার (২৬ মে) বিকালে দৈনিক অধিকারের সম্পাদক তাজবীর হোসাইন সজীব এক বছর মেয়াদী ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি দেলোয়ার হোসেন, রিপন বিশ্বাস, আল আমিন বুখারী, এইচ এম সাবু, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক লাবন্য ও রোকন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাদিরা ও সালমা, প্রচার সম্পাদক তৌহিদ হাসান ইমন ও নুরুল আলম।

উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. নাসিম আক্তার।

বন্ধুমঞ্চ

অনুমোদিত কমিটি (ছবি : দৈনিক অধিকার)

সভাপতি মাহামুদুল হাসান জানান, ‘‘দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ প্রতিভা বিকাশে নিঃসন্দেহে ভালো একটি প্লাটফর্ম, এর মাধ্যমে একজন শিক্ষার্থী বিভিন্ন ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কাজে নিজেকে খুব সহজেই সংযুক্ত করতে পারবে বলে আশা রাখছি। বন্ধুমঞ্চের কার্যক্রমকে সফল করতে আমরা সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।’’

সাধারণ সম্পাদক আশরাফুল অ্যাস্ট্রো জানান, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনো সুবিধাবঞ্চিত শিশুরা তাদের ন্যূনতম মৌলিক অধিকারটুকুও পাচ্ছে না। এমনকি তাদের সমাজের মূলধারা হতে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। তাই, একজন তরুণ হিসেবে ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই আমি সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি। একইসঙ্গে সমাজের নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করতে ‘অক্ষর আমার অধিকার’ স্লোগানে নিয়মিত স্বাক্ষরতা অভিযান পরিচালনা করছি। আমি ভবিষ্যতে বন্ধুমঞ্চের সবাইকে সঙ্গে নিয়ে চলমান সামাজিক ও সাংস্কৃতিক কাজ গুলোকে আরও বেগবান করতে চাই।’’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড