• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিসিটিইউবিতে তাহমিনা ও শ্রাবন্তীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত

  বিজিসিটিইউবি প্রতিনিধি

২৭ মে ২০১৯, ১৯:৩৭
স্মরণসভা
তাহমিনা ও শ্রাবন্তীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা (ছবি : দৈনিক অধিকার)

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্রী তাহমিনা কিবরিয়া ও শ্রাবন্তী ধরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

সোমবার (২৬ মে) ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে এ স্মরণ সভা ইংরেজি বিভাগে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ মে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইংরেজি বিভাগের ছাত্রী তাহমিনা কিবরিয়া ও শ্রাবন্তী ধর আহত হয়। এরপর ২৫ মে চিকিৎসাধীন অবস্থায় তাহমিনা কিবরিয়া এবং ২রা আগস্ট শ্রাবন্তী ধর মৃত্যুবরণ করেন।

স্মরণ সভায় বক্তব্য রাখেন- ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর শ্বাশ্বতী দাশ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অভিজিৎ পাঠক, ইংরেজি বিভাগের প্রভাষক রিনি দত্ত, ইংরেজি বিভাগের ছাত্রী তুলি চক্রবর্তী, ইসরাত নাসির, ছাত্র আরিফুল ইসলাম, প্রমুখ।

সভায় বক্তারা তাহমিনা কিবরিয়া ও শ্রাবন্তী ধরের মতো মেধাবীরা যাতে অকালে ঝড়ে না পড়ে তার জন্য নিরাপদ সড়কের জন্য জনসচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড